86) Sūrat Aţ-Ţāriq

Printed format

86) سُورَة الطَّارِق

Wa As-Samā'i Wa Aţ-Ţāriqi َ086-001 শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর। وَالسَّمَاءِ وَالطَّارِقِ
Wa Mā 'Adrāka Mā Aţ-Ţāriqu َ086-002 আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি? وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ
An-Najmu Ath-Thāqibu َ086-003 সেটা এক উজ্জ্বল নক্ষত্র। النَّجْمُ الثَّاقِبُ
'In Kullu Nafsin Lammā `Alayhā Ĥāfižun َ086-004 প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে। إِنْ كُلُّ نَفْس ٍ لَمَّا عَلَيْهَا حَافِظ ٌ
Falyanžuri Al-'Insānu Mimma Khuliqa َ086-005 অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। فَلْيَنظُرِ الإِنسَانُ مِمَّ خُلِقَ
Khuliqa Min Mā'in Dāfiqin َ086-006 সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। خُلِقَ مِنْ مَاء ٍ دَافِق ٍ
Yakhruju Min Bayni Aş-Şulbi Wa At-Tarā'ibi َ086-007 এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে। يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
'Innahu `Alá Raj`ihi Laqādirun َ086-008 নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম। إِنَّه ُُ عَلَى رَجْعِه ِِ لَقَادِر ٌ
Yawma Tub As-Sarā'iru َ086-009 যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে, يَوْمَ تُبْلَى السَّرَائِرُ
Famā Lahu Min Qūwatin Wa Lā Nāşirin َ086-010 সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না। فَمَا لَه ُُ مِنْ قُوَّة ٍ وَلاَ نَاصِر ٍ
Wa As-Samā'i Dhāti Ar-Raj`i َ086-011 শপথ চক্রশীল আকাশের وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ
Wa Al-'Arđi Dhāti Aş-Şad`i َ086-012 এবং বিদারনশীল পৃথিবীর وَالأَرْضِ ذَاتِ الصَّدْعِ
'Innahu Laqawlun Faşlun َ086-013 নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা। إِنَّه ُُ لَقَوْل ٌ فَصْل ٌ
Wa Mā Huwa Bil-Hazli َ086-014 এবং এটা উপহাস নয়। وَمَا هُوَ بِالْهَزْلِ
'Innahum Yakīdūna Kaydāan َ086-015 তারা ভীষণ চক্রান্ত করে, إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدا ً
Wa 'Akīdu Kaydāan َ086-016 আর আমিও কৌশল করি। وَأَكِيدُ كَيْدا ً
Famahhili Al-Kāfirīna 'Amhilhum Ruwaydāan َ086-017 অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে। فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدا ً
Next Sūrah